রতুয়া ২: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে গেল ১২ চাকা ট্রাক, ঘটনায় চাঞ্চল্য লস্করপুর এলাকায়
Ratua 2, Maldah | Sep 21, 2025 প্রচন্ড গতিতে আসা ১২ চাকা বড় ট্রাক রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হল লস্করপুর এলাকায়। ভোর নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটায় মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।ট্রাকের চালক গুরুতরভাবে আহত হয়েছে ঘটনায় এমনটাই জানা যাচ্ছে। চালকের হইতো ঘুম লেগে যাওয়ার কারণে এই ধরনের দুর্ঘটনা বলেই অনুমান করছে এলাকাবাসী। গজল থেকে সামসিগামী রাজ্য সড়কের লস্করপুরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।গোটা বিষয় খতিয়ে দেখছে পুলিশ।