মেদিনীপুর: সোমবারের পর মঙ্গলবারও অতি বর্ষণ মেদিনীপুরে! নতুন করে প্লাবিত বিদ্যাসাগর হল চত্বর
সোমবারের পর একইভাবে মঙ্গলবারও দিনভর অতি বর্ষণ জেলার অন্যান্য স্থানের সঙ্গে মেদিনীপুর শহরেও। এর ছেড়ে মেদিনীপুর শহরের মধ্যস্থলে থাকা বিদ্যাসাগর হল চত্বরেও জল জমে থৈ থৈ পরিস্থিতি। দুপুরের পরেও সেই জমে থাকা জল দেখা গিয়েছে।