ময়ূরেশ্বর ১: এক সপ্তাহে চুরি ২টি মোটর বাইক, বড় সাফল্য মল্লারপুর পুলিশের! আটক ৪
মল্লারপুর পুলিশের বড়সড় সাফল্য। চুরি যাওয়া দুটি মোটর বাইক এক সপ্তাহের মধ্যেই উদ্ধার করল মল্লারপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ১২ ই অক্টোবর মোটর বাইক চুরি যাওয়ার ঘটনাটি লিখিতভাবে অভিযোগ জানান রামপুরহাট থানার কাষ্ঠগড়া গ্রামের ভাগ্যধর লেট। তিনি অভিযোগ করেন ১০ ই অক্টোবর রাত্রি নটা নাগাদ মল্লারপুরের অ্যাপেলো ফার্মেসির সামনে থেকে তার মোটর বাইকটি চুরি হয়ে যায়।লিখিত অভিযোগের উপর ভিত্তি করে তদন্তে নামে মল্লারপুর থানার পুলিশ।