বাসন্তী: বড়িয়া শিবশক্তি সংঘের শ্যামাপূজো আয়োজনে ভারতীয় গায়ক সুরকার গীতিকার এবং অভিনেতা জুবিন গর্গ কে তুলে ধরেন পূজা মন্ডপে ।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা বড়িয়া শিবশক্তি সংঘের শ্যামাপূজো আয়োজনে ভারতীয় গায়ক সুরকার গীতিকার এবং অভিনেতা জুবিন গর্গ কে তুলে ধরেন পূজা মন্ডপে । মঙ্গলবার ৭ টা নাগাদ পাবলিক ক্যামেরায় দেখা যায় সংগীত শিল্পী জুবিন গর্ব কে ফটো ফ্রেমে রেখে তাদের পুরো শুভ সূচনা করেছিলেন সোমবার এবং পূজার দিনগুলিতে নানা অনুষ্ঠান মধ্য দিয়ে প্রতিবছর নিত্যনতুন পূজা মন্ডপ উপহার দিয়েছেন বড়িয়া শিবশক্তি সংঘ। এবং আগামী দিনেও তাদের যে ভাবনা চিন্তা মানুষের কাছে তুলে ধরলেন।