ঝালদা ১: জেলার সাথে সাথে ভাদু উৎসবে মাতলো ঝালদা বাসি
জেলার সাথে সাথে ভাদু উৎসবে মাতলো ঝালদা বাসি পুরুলিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব ভাদু পুজোকে ঘিরে ঝালদা শহরও রঙিন হয়ে উঠল। বুধবার সকাল দশটা নাগাদ জানা গিয়েছে। সারা রাত ধরে দেবী ভাদুর আরাধনায় মেতে ছিলেন মহিলারা। গানের সুরে রাতভর প্রতিধ্বনিত হয়েছে ভাদু গান। কথিত আছে, ভাদু বা ভদ্রাবতী ছিলেন পুরুলিয়ার কাশিপুর রাজপরিবারের কন্যা। তাঁর অকাল মৃত্যুতে শোকার্ত রাজা এই পূজার প্রচলন করেন, যা পরে গোটা মানভূমে ছড়িয়ে পড়ে। সেই ঐতিহ্য আজও অটুট। পুজোর রাতে মহিলা