মথুরাপুর ২: দুর্গাপূজা ক্লাবগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেওয়ার পর বার্তা দিলেন পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মদক্ষ
মথুরাপুর দু নম্বর ব্লকের দিঘীরপাড় বকুলতলা অঞ্চলে আজ পঞ্চম দফায় শেষ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম। এই ক্যাম্পে আজ প্রায় তিনশত গ্রামবাসী সরকারি প্রকল্পের নাম নথিভুক্ত করেন বলে জানা যায় ।উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য উদয় হালদার ও দিঘীরপাড় অঞ্চলের প্রধান অশোক কাসারী ও মথুরাপুর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মদক্ষ সহদেব সর্দার সহ সরকারি আধিকারিকরা।