ইলামবাজার: ইলামবাজার থানার পুলিশের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হারিয়ে যাওয়া মোটরসাইকেল, ধৃত ২
ইলামবাজার থানার পুলিশের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই আজ ১১ ই অক্টোবর আনুমানিক দুপুর ১২ টা নাগাদ উদ্ধার হলো হারিয়ে যাওয়া একটি মোটরসাইকেল। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্তে নামে ইলামবাজার থানার পুলিশ এবং গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে। পুলিশের দ্রুত পদক্ষেপে এলাকায় প্রশংসার ঝড় উঠেছে।