আলিপুরদুয়ার ২: বিশ্বজিৎ ধাবার কর্মচারীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে
৩১ নম্বর জাতীয় সড়কের বিশ্বজিৎ ধাবা থেকে উদ্ধার রবীন্দ্র দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে শনিবার বেলা দুটো নাগাদ। পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় ধাবার কর্মচারী থাকার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রাতেই পুলিশ মৃতদেহ তাদের হেফাজতে নেয় শনিবার মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্ত শেষে মৃত পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে ধাবার কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে কানা ঘোষা শুরু হয়েছে ওই এলাকায়।