আবুতারায় তৃণমূলের কর্মীসভা ও রাখালমারিতে অষ্টকালীন লীলাকীর্তন, উপস্থিত মন্ত্রী উদয়ন গুহ। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে এই দুটি কর্মসূচিতে মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন। প্রথমে আবুতারায় কর্মীসভা তে বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মীদের একত্রিত ও সংঘবদ্ধ হওয়ার কথা বলেন এবং পরবর্তীতে রাখালমারীতে অস্টকালীন লীলাকীর্তনে সকলের সঙ্গে জনসংযোগ করেন মন্ত্রী উদয়ন গুহ।