সারেঙ্গা: বেহাল রাস্তা; সারেঙ্গা চিলতোড় মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল বাস, আহত বেশ কয়েকজন যাত্রী
নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বেসরকারি বাস। মঙ্গলবার বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের ওপর সারেঙ্গার চিলতোড় মোড়ের নিকটের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি তারকেশ্বর থেকে আরামবাগ হয়ে ফুলকুসমা যাচ্ছিল। এদিন নিয়ন্ত্রণ হারিয়ে রাইপুর বাজার ঢোকার আগে চিলতোড় মোড়ের নিকটে রাস্তা পাশে দাঁড়িয়ে থাকা একটি রাস্তা তৈরীর জন্য ব্যবহৃত যন্ত্র সহ গাছকে ধাক্কা মারে। ঘটনায় ব্যপক আতঙ্কিত হয়ে ওঠেন যাত্রীরা।