পুরুলিয়া ২: আগামীকাল থেকে ৫ তারিখ পর্যন্ত ধানবাদ ঝাড়গ্রাম রুটের ২টি এক্সপ্রেস ট্রেন ধানবাদ বোকারো শাখায় ক্যান্সেল থাকবে
পহেলা ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত 18019 এবং 18020 ঝাড়গ্রাম ধানবাদ ঝাড়গ্রাম দুটি দূরপাল্লার ট্রেন ধানবাদ বোকারো শাখায় চলাচল করবে না । রেলের প্রযুক্তিগত কিছু কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের একটি সূত্র থেকে জানা গিয়েছে ।