দেশপ্রাণ: আঁউরাইয়ে কাঠপুল এলাকা পরিদর্শন করে সাবমারসিবল বসানোর আশ্বাস দিলেন বিধায়ক
দেশপ্রান ব্লকের আঁউরাইতে উমাপতিবাড় ও শুনিয়ার কাঠপুর এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরে জল কষ্ট। এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার আসেন বিধায়ক সুমিতা সিনহা। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ,উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দেন বলে জানা গিয়েছে