রবিবার কুমারগ্রাম ব্লকের বারবিশার বিবেকানন্দ ক্লাবের ৫৬তম বর্ষ ঐতিহ্যবাহী কালীপুজোর মেলার শেষদিনে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ল। এদিন রাত ৮টা নাগাদ মেলা প্রাঙ্গণে এমনটাই লক্ষ্য করা গেল। উল্লেখ্য, গত ২১ অক্টোবর ওই মেলার উদ্বোধন করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ১৩ দিন ধরে বারবিশা হাইস্কুল মাঠে মেলা চলে। মেলার মুক্তমঞ্চে প্রতিদিনই পরিবেশিত হয়েছে নানা লোকসাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর ও মেলার আকর্ষণে ছিল ৩১ ফুট উঁচু কালী প্রতিমা, নাগরদোলা, ব্রেক ডান্স।