শান্তিপুর: শান্তিপুরে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, তুলে দেওয়া হলো বনদপ্তরের হাতে
Santipur, Nadia | Sep 15, 2025 শান্তিপুরে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, তুলে দেওয়া হলো বনদপ্তরের হাতে, আজ সকালে প্রাতভ্রমণে বেড়িয়ে রাস্তার ধারে এক বিরল প্রজাতির কচ্ছপকে দেখতে পেয়ে সেই কচ্ছপটিকে রাস্তা থেকে উদ্ধার করে নিজের বাড়ী নিয়ে আসে শান্তিপুরের রাজপুত পাড়ার বাসিন্দা মন্টু ভবাই তারপর তিনি বনদপ্তরে খবর দেন, তিনি জানান আগেও একবার তিনি একটি কচ্ছপ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন আর আজ সকাল ১১ টা নাগাদ এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরায়।