ধূপগুড়ি: প্রশাসনের আশ্বাস পেয়ে অনশণ তুলে নিল দেবপাড়া চাবাগানের শ্রমিকরা
পুজোর বোনাস সহ নানা দাবিতে গত শুক্রবার থেকে বসা শনিবার বিকেল চারটা নাগাদ প্রশাসনের আশ্বাস পেয়ে অনশণ তুলে নিল বানারহাট ব্লকের দেবপাড়া চাবাগানের শ্রমিকরা। এদিন তৃণমূল চাবাগান শ্রমিক ইউনিয়নের সেন্ট্রাল কমিটির সহসভাপতি সঞ্জয় কুজুর এসে শ্রমিকদের জুস খাইয়ে অনশণ তুলে দেন। জানা গিয়েছে প্রায় ১৯০০ শ্রমিক সংখ্যার এই চাবাগানের কতৃপক্ষ পুজোর সময় ১০ শতাংশ বোনাস দিতে চেয়েছিলেন। বাকি দশ শতাংশ বোনাস কবে দেওয়া হবে তা জানাতে পারেনি।শ্