ময়ূরেশ্বর ২: নবমী তিথিতে বিশেষ পুজোর আয়োজন ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপে
নবমী পূজোয় মেতে উঠলো বিভিন্ন পূজা মন্ডপে, আজ মহানবমীর আর আজকের পূর্ণ লগ্নে বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর হটিনগর বহড়া বেলুটি সহ বিভিন্ন দুর্গাপূজা মন্ডপে দুর্গাপুজোর নবমী তিথিতে পূজা অর্চনাই মেতে উঠল বিভিন্ন পুজো উদ্যোক্তারা। আজ দুপুরে সেই চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায়। যেখানে দেখা যাচ্ছে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পুজো দিতে ব্যস্ত বিভিন্ন পূজা কমিটি আর সেখানেই ভিড় জমিয়েছে মানুষজন।