জামালপুর: SIR কে সামনে রেখে বি এল এ ২ দের ট্রেনিং জামালপুরে
আগামী ৪ নভেম্বর থেকে রাজ্য জুড়ে এস আই আর এর কাজ শুরু করবেন দায়িত্বপ্রাপ্ত বি এল ও রা। আর দলীয় নির্দেশে সেই বি এল ও দের সাথে ছায়া সঙ্গী হয়ে থাকার জন্য থাকবেন বি এল এ ২ । সমস্ত বাড়ি বাড়ি তাঁরা যাবেন কোনো কেউ যদি ফর্ম ফিলাপ করতে না পারে বা কোনো অসুবিধা হলে সাথে সাথেই তাঁরা সাহায্য করবেন। যাতে একটি বৈধ ভোটারের নাম না বাদ যায়। সেই তাঁদেরই দলীয় ভাবে ট্রেনিং দিলো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস।