মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: ভোটহীন শ্রীশনগর মিনি ব্যাংক, প্রশাসনের ভূমিকা নিয়ে কংগ্রেস–সিপিএম জোটের প্রশ্ন সন্ধ্যে ৫:৩০ নাগাদ জানাই
শ্রীশনগর, সোমবার, ৩ নভেম্বর ২০২৫: টানা ১২ বছর ধরে ভোট না হওয়া নিয়ে ক্ষোভ উগরে দিল কংগ্রেস ও সিপিএমের যৌথ আমানতকারী ঐক্য মঞ্চ। অভিযোগ, নতুনগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি মিনি ব্যাংক তথা শ্রীশনগর মিনি ব্যাংকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে স্তব্ধ করে রাখা হয়েছে। অভিযোগকারীদের দাবি, গত ১২ বছরে তিনবার নির্বাচনের নমিনেশন ডেট ঘোষণা করা হলেও প্রতিবারই শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। তাঁদের অভিযোগ, “তৃণমূল কংগ্রেস আশঙ্কা করছে তারা হেরে যাবে, তাই ইচ্ছা