আড়শা: সারা ভারত কৃষক সভা চাট্টুহাসা অঞ্চল কমিটির ১৫ তম সম্মেলন ধাদকিডি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ
Arsha, Purulia | Sep 14, 2025 সারা ভারত কৃষক সভা চাট্টুহাসা অঞ্চল কমিটির ১৫ তম সম্মেলন রবিবার অনুষ্ঠিত হলো। আড়শা ব্লকের ধাদকিডি গ্রামের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে। মোট ৫৫ জন প্রতিনিধি কে নিয়ে এই সম্মেলন হয়। বর্তমান সময়ে কৃষকদের নানান সমস্যা এবং এই সমস্যার সমাধানে কৃষক সভার কাজ। আগামী দিনে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সম্মেলন নতুন কমিটি গঠিত হয় ২১ জনের যার সম্পাদক বৈদ্যনাথ মাঝি সভাপতি সনাতন মন্ডল নির্বাচিত হয়।