বাসন্তী: আমঝাড়া বনমাতার সংঘের উদ্যোগে এ বছরে তাদের থিম কাচের চুড়ি দিয়ে সাজিয়ে তুলেছে পুজো মন্ডপ।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানা অন্তর্গত আমঝাড়া বনমাতার সংঘের উদ্যোগে বিগত বছর ধরে চলে আসছে এই পুজো ২০২৫ সালে ৫৮ বছরে পদার্পণ করল শ্যামা পুজো অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সাজিয়ে তুলেছেন পুজো মণ্ডপ যেহেতু কাচের চুড়ি দিয়ে তৈরি করা হয় ঠিক সে কারণে অজস্র মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। এবং বন মাতা সংঘের উদ্যোগে বেশ কয়েকদিন সন্ধ্যাকালী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিবছর জাঁকজমক ভাবে আনন্দ উপভোগ করেন এলা