রাজগঞ্জ: ধলাবাড়ি গ্রামে মাছ ধরতে গিয়ে টেমাইয়ে ধরা পড়ল গোখরো সাপ,উদ্ধার করে নিয়ে গেল কাঠামবাড়ি রেঞ্জের বনকর্মিরা
মাছ ধরতে গিয়ে টেমাইয়ে ধরা পড়ল গোখরো সাপ। রবিবার বিকেল চারটা নাগাদ ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রামপঞ্চায়েতের ধলাবাড়ি গ্রামে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও সাপটিকে কাঠামবাড়ি চেঞ্জের বনকর্মিরা এসে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রেই জানা গেছে, রবিউল আলম নামে এক ব্যক্তি মাছ ধরার উদ্দেশ্যে এদিন সকালে নিজের জমির আলে টেমাই বসান। বিকেলে টেমাই পরীক্ষা করতে গিয়ে তিনি দেখতে পান সেখানে মাছের বদলে একটি গোখরো সাপ বন্দী হয়ে রয়েছে।