কান্দি: কান্দি থানার সামনে পথচলতি মানুষদের মিষ্টি বিতরন করলেন আই সি কি কারন জানেন?
কান্দি থানার সামনে পথচলতি মানুষদের মিষ্টি বিতরন করলেন আই সি কি কারন জানেন?  গতকাল ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জেতার কারনে মুর্শিদাবাদের কান্দি থানার সামনে সোমবার সন্ধ্যায় পথচলতি মানুষদের মিষ্টি বিতরন করা হল কান্দি থানার উদ্যোগে । থানার অফিসাররা আবির মেখে সাধারন মানুষদের মিষ্টি বিতরন করেন। পথ চলতি মানুষদের মধ্যে অনেকেরই কৌতুহল কি কারনে মিষ্টি খাওয়ানো হচ্ছে, কারন অনেকেই জানেন না যে কাল মহিলারা বিশ্বকাপ জিতেছে।  যাতে সকলে আমাদের ভারতীয় মহিলা ক্রিকেটা