দিনহাটা ২: নাজিরহাট এ BJP ছেড়ে তৃণমূলে যোগ, ফিরলেন তৃণমূলের প্রাক্তন উপপ্রধানও
শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে নাজিরহাট ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে অনুষ্ঠিত হল যোগদান কর্মসূচি। এদিন বিজেপি ছেড়ে একটি পরিবার স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন। পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান শশধর রায় সিংহও পুনরায় দলে ফিরে আসেন। তৃণমূল কংগ্রেসের অঞ্চল চেয়ারম্যান রামচন্দ্র ঘোষ জানান, “শ্যামল সরকার দীর্ঘদিন বিজেপিতে ছিলেন। তৃণমূলের উন্নয়ন দেখে আজ BJP ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।