রানিনগর ২: টোটো চালকদের নিয়ে আলোচনা শিবির রাণীনগর ২ নাম্বার পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে
উপস্থিত BDO
আজ বিকেলে মুর্শিদাবাদ জেলার রাণীনগর ২ নাম্বার ব্লক এলাকার প্রত্যেকটি টোটো চালককে রানীনগর ২ নাম্বার পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে দেখে আলোচনা করলেন রাণীনগর ২ নাম্বার ব্লক ব্লক প্রশাসন ও রাণীনগর থানা ভারপ্রাপ্ত আধিকারিক। এদিন প্রত্যেকটি টোটো চালককে বলা হয় টোটোর নিয়ম-শৃঙ্খলা মেনে টোটো চালাতে হবে রাজ্য সড়কে যে কোন জায়গায় দাঁড়িয়ে রাস্তাঘাটে জ্যাম করা যাবে না সরকারি নিয়ম-শৃঙ্খলা মেনে টোটো চালাতে হবে টোটো চালকদের। এমন কথায় বললেন রানীনগর ২ নম্বর ব্লক ভিড