রামপুরহাট ২: পুজো উদ্বোধন ও বস্ত্র বিতরণ বাজে বুজং গ্রামে
রামপুরহাট ২ নম্বর ব্লকের বাজেবুজুং গ্রামে শ্রী সত্য সাই সংস্থা ও দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে এবছরের পঞ্চম বর্ষের দুর্গাপূজার আনুষ্ঠানিক শুভ সূচনা হল আজ রবিবার সন্ধ্যা ছয়টায়। অনুষ্ঠানের সূচনা করেন মারগ্রাম থানার ওসি জাহিদুল ইসলাম মহাশয়। তিনি উপস্থিত থেকে পুজোর শুভ উদ্বোধন করেন এবং প্রধান ববি মালের উদ্যোগে এলাকার 100 জন মানুষকে বস্ত্র দেওয়া হয়। বস্ত্র বিতরণ শেষে শুরু হয় শুভ মহাষষ্ঠীর পুজো পাঠ। শুভারম্ভের এই মুহূর্তে উপস্থিত ছিলেন সংস্থার সদস্যরা, স্থা