সীতাই: ওকরাবাড়িতে তৃণমূলের SIR এর সহায়তা কেন্দ্রে সাধারণ মানুষকে পরিষেবা যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের
ওকরাবাড়িতে তৃণমূলের SIR এর সহায়তা কেন্দ্রে পরিষেবা যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ এমনি চিত্র দেখা গেল। মূলত গ্রামের সহজ সরল মানুষদের SIR এর এনুমারেশন ফর্ম পূরণ করতে সাহায্য করতে এই সহায়তা কেন্দ্র করা হয়েছে বলে জানান যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র xerox ও পাসপোর্ট সাইজের ছবি তোলার কাজেও সাহায্য করা হয়।