হাসনাবাদ ব্লকের মুরারি শাহ এলাকায় তৃণমূল দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সাংগঠনিক বৈঠক।সভায় উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এসকেন্দার গাজী এবং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সৌভিক মন্ডল। বৈঠকে মূলত আগামী দিনের দলীয় কর্মসূচি এবং বুথ স্তরে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত নেতৃত্বরা স্থানীয় কর্মীদের অভাব-অভিযোগ শোনেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।