২৫ শে ডিসেম্বর থেকে ১০ই জানুয়ারি পর্যন্ত দীঘা মন্দারমনির মতন সমুদ্র সৈকত এ রেকর্ড পরিমাণে ভিড় হবে, তা নিরাপত্তা সুনিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ নেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক রাখা উপকূলে ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো উপর জোর দেয়া হয়েছে এই পদক্ষেপ গুলি কার্যকর করার জন্য আজকে পুলিশ প্রশাসন ও ফায়ার ব্রিগেড এর পক্ষ থেকে মহড়ার আয়োজন করা হয়।