আউশগ্রাম ২: আউশগ্রামের পান্ডুকে পূর্ব আক্রোশবসতো দু’জন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে ৬জনকে গ্রেপ্তার করল ছোড়া ফাঁড়ির পুলিশ
আউশগ্রামের পান্ডুকে পূর্ব আক্রোশবসতো দু’জন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে ৬জনকে গ্রেপ্তার করল ছোড়া ফাঁড়ির পুলিশ। রবিবার আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম প্রসেনজিৎ হাজরা, অভিজিৎ হাজরা, সুধাময় হাজরা, পূর্ণচন্দ্র হাজরা, মানব কুমার হাজরা ও কৌশিক বাগদি। তাদের বাড়ি পান্ডুক গ্রামের পশ্চিম বাগদি পাড়ায়। ধৃতরা সকলেই বিজেপি কর্মী বলেই পরিচিত এলাকায়।