বান্দোয়ান ১ নং চক্রের অন্তর্গত প্রাথমিক, নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীবৃন্দের ৪১ তম চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বান্দোয়ান ব্লক ময়দানে । বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে খেলার সূচনা হয়।উপস্থিত ছিলেন বান্দোয়ান ১ এবং ২ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দাস এবং আনন্দমোহন পাত্র, বান্দোয়ান থানার ওসি মমতাজ শেখ , বিশিষ্ট সমাজসেবী জগদীশ চন্দ্র মাহাতো।