রানাঘাট ২: নাবালিকাকে ছুরি মেরে খুনের অভিযোগ,শ্যামনগর থেকে গ্রেফতার অভিযুক্ত, 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ রানাঘাট আদালতের
নাবালিকাকে গলায় ছুরি মেরে খুনের ঘটনায় শ্যামনগর গ্রেফতার অভিযুক্ত যুবককে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলো রানাঘাট আদালত। সূত্রের খবর, তাহেরপুর থানা এলাকার বাসিন্দা এক নাবালিকার শুক্রবার রাতে রক্তাক্ত দেহ উদ্ধার করে তাহেরপুর পুলিশ। ঘটনায় অভিযোগ ওঠে মৃত নাবালিকার প্রতিবেশী এক যুবকের দেওয়া প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাগের বসে গলায় চুরি মেরে ওই নাবালিকাকে খুন করেছে ওই যুবক।