নলহাটি ২: লোহাপুরে তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে সাংসদ শতাব্দী রায় ও অনুব্রত মণ্ডল বক্তব্যে একি শোনালেন
দুপুর সাড়ে তিনটে নাগাদ অনুষ্ঠিত হয় নলহাটি দুই নম্বর ব্লকের লোহাপুরে তৃণমূলের বিজয়া সম্মেলনী বৈঠক। দুর্গা পূজার পর নেতৃত্ব কর্মী সমর্থকদের নিয়ে একে অপরের সাথে বিজয়ার শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখের মাধ্যমে আগামী ২০২৬ নির্বাচনকে মাথায় রেখে এই বৈঠক। উপস্থিত ছিলেন বীরভূম জেলার কোর কমিটির সদস্য দলের আহ্বায়ক অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সাংসদ শতাব্দী রায়, এলাকার বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জী, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ আরো অনান্যরা।