আলিপুরদুয়ার ১: শিসামারা নদীর বাঁধ ভেঙে প্লাবিত নতুনপাড়া,জলদাপাড়ার বিস্তীর্ণ এলাকা,বাড়ি ঘর ছেড়ে স্কুলে আশ্রয় আতঙ্কিত বাসিন্দাদের
রবিবার সকাল থেকেই আলিপুরদুয়ার -১ ব্লকে ভারী বৃষ্টি হচ্ছে।এই অবস্থায় বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে ব্লকের শালকুমার -১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জল ঢুকেছে শিসামারা নদীর বাঁধ ভেঙে নেপালিবস্তি,নতুনপাড়া,জলদাপাড়া বাজারের মত এলাকা প্লাবিত।গ্রামের এক হাঁটু জল উঠেছে।কয়েকটি বাড়িতেও জল ঢুকেছে।সকাল থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ।এদিন সকাল দশটা নাগাদ স্থানীয় বাসিন্দারা স্থানীয় একটি স্কুলে আশ্রয় নিয়েছে।