সোনামুড়া: কানপুরে আই লাভ মুহাম্মদ বিষয়ে সোনামুড়া The Youtu Revolution-র সাংবাদিক সম্মেলনে
উত্তর প্রদেশের কানপুরে, " I Love Mohammed." এর বিষয় নিয়ে সৃষ্টি হওয়া পরিস্থিতির প্রেক্ষাপটে।ঐ ঘটনাকে কেন্দ্র করে সোনামুড়াতে ধর্মীয় কর্মসূচি সংগঠিত করার উদ্যোগ নিয়েছিল "The Youth Revolution". মূলত মুসলিম ধর্মাবলম্বীদের সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীদের কি রূপ আচার-আচরণ করা প্রয়োজন সেই সকল বিষয়গুলি নিয়েই এক আলোচনা সভার আয়োজন করার কথা।