বোলপুর-শ্রীনিকেতন: জগদ্ধাত্রী পূজায় আলোকময় বোলপুর হাটতলা, ভক্তি ও আনন্দে মেতে উঠল এলাকাবাসী
বারো মাসে তেরো পার্বণের ধারায় আজ ৩০ শে অক্টোবর আনুমানিক সকালের দিকে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পূজা। বোলপুর হাটতলার কালিপুকুর সেবা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই পূজার সুন্দর আয়োজন। চারিদিকে আনন্দে মেতে উঠেছেন এলাকাবাসী। বসে আঁকো, যেমন খুশি তেমন সাজো, নৃত্য, মোমবাতি জ্বালানো ও শঙ্খধ্বনি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পূর্ণতা পায় উৎসব। ভক্তি ও আনন্দে ভরে ওঠে সমগ্র হাটতলা এলাকা।