মিনাখাঁ: বরাদ্দ প্রায় 52 লাখ টাকা, মল্লিক ঘেরিতে হল নতুন ঢালাই রাস্তার কাজের সূচনা
মল্লিক ঘেরি এলাকায় শুক্রবার দুপুর দুটো নাগাদ নতুন কংক্রিটের ঢালাই রাস্তার কাজের সূচনা করলেন তৃণমূলের কর্মীরা মিনাখাঁ ব্লকের অন্তর্গত মোহনপুর অঞ্চলের মল্লিকঘেরী ফেরিঘাট থেকে পিডব্লিউডি রাস্তা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল দশা ছিল। এই এলাকা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন। তাদের সে সমস্যার কথা মাথায় রেখে সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে প্রায় ৫২ লাখ টাকার খরচ করে এই রাস্তা নতুন করে কংক্রিটে তৈরি করা হবে।