বাঘমুণ্ডী: মাটির প্রদীপে চাহিদা নেই, কালী পূজার আবহে সুইসা দৈনিক মার্কেটে আশানুরূপ বিক্রি নেই মাটির প্রদীপের
মাটির প্রদীপে চাহিদা নেই, কালী পূজার আবহে সুইসা দৈনিক মার্কেটে আশানুরূপ বিক্রি নেই মাটির প্রদীপের। আজ কালীপুজো। সকলেই আনন্দ উৎসব শামিল হয়। সকলের বাড়ির মধ্যে আলোকসজ্জা করা হয়ে থাকে। যার অন্যতম যোগান দিয়ে মাটির প্রদীপ। তবে সোমবার সকাল দশটা নাগাদ সুইসা দৈনিক মার্কেটে লক্ষ্য করা গেল মাটির প্রদীপের এ বছর তেমন একটা বিক্রি নেই। অন্যান্য বছর তুলনায় বিক্রি কম বলে জানিয়েছেন স্থানীয়রা।