দিনহাটা ১: পাটানি-গামছায় ঐতিহ্যের ধারা, দিনহাটায় দুর্গাপূজার মণ্ডপে রাজবংশী সম্প্রদায়ের পরিচয় উৎসব
পাটানি-গামছায় ঐতিহ্যের ধারা, দিনহাটায় দুর্গাপূজার মণ্ডপে রাজবংশী সম্প্রদায়ের পরিচয় উৎসব। শনিবার দুপুর দুটো নাগাদ দিনহাটা শহরজুড়ে দুর্গাপূজার মণ্ডপগুলোতে দেখা গেল এক অভিনব ও চমকপ্রদ দৃশ্য। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও শিলিগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে আসা রাজবংশী সম্প্রদায়ের যুবক-যুবতীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে সমবেত হন পূজামণ্ডপ পরিদর্শনে। ‘বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল রাজবংশী জনজাতির