বরাবাজার: ২০১৯ সালে যুবক খুনে মূল অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় খুশি লাউবেড়া গ্রামের মৃত যুবকের পরিবার
2019 সালের এক যুবক খুনের ঘটনায় দীর্ঘ সাত বছর পর মূল অভিযুক্ত মিলন সিংহ মল্ল গ্রেপ্তার হয় বরাবাজার থানার পুলিশের হাতে। তার এই গ্রেফতারিতে লাউবেড়া গ্রামের মৃত যুবকের পরিবারের লোক হয়েছে খুশি। তবে, পরিবারের সদস্যদের সাথে সাথে গ্রামের মানুষদেরও দাবি মূল অভিযুক্ত ব্যক্তির যেন কঠোরতম শাস্তি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে লাউ বেড়া গ্রামের যুবক কাজল মাহাতো তার নতুন বউয়ের জন্য জুতো কিনতে গিয়েছিল বরাবাজারে। জানা যায়, সেই দিনই তার বিয়ের দিন ছিল।