বালুরঘাট: আদিবাসীদের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে আশইর গ্রামে দাসাই নাস নাচলেন ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা
আদিবাসী মানুষদের বিশেষ করে সাঁওতাল সম্প্রদায় মানুষদের ঐতিহ্য বাহি নাচ হল দাসাই নাচ। এই দাসাই নাচ প্রতিবছর দূর্গা পূজার ষষ্ঠীর দিন বেলবরন অনুষ্ঠানের মাধ্যমে দাসাই নাচের শুভারম্ভ হয়। এটি সপ্তমী, অষ্টমী ও নবমীতেও আদিবাসী গ্ৰামে গ্ৰামে নাচের মধ্যেদিয়ে সম্পন্ন হয়ে থাকে। এবং দশমীতে বিসর্জনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। বুধবার দুপুর একটাই নবমীর দিন দাসাই নাচে অংশগ্রহণ করলেন ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা নিজে।