হলদিবাড়ি: মেখলিগঞ্জ থানার পুলিশের বড়ো সাফল্য! চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায় পাঁচ বাংলাদেশী ও ভারতীয় মহিলা গ্রেফতার
মেখলিগঞ্জ থানার পুলিশের বড়ো সাফল্য! গোপন তথ্যে চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকার গোপালের হাট বিওপি সংলগ্ন এলাকা থেকে পাঁচ বাংলাদেশীকে আটক করলো পুলিশ। ধৃতরা হলেন এমডি আরিফুল (৩২), এমডি রবিউল (৩২), এমডি সোয়াগ (২৮), এমডি রুবেল (৩২), এমডি লাজু (৩০)। ধৃতরা প্রথ্যেকেই বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার বাসিন্দা। ধৃত বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে এক ভারতীয়কেও গ্রেফাতার করে পুলিশ।