কৃষ্ণনগর ১: কৃষ্ণনগর শহরের বিভিন্ন কালীপুজোর মণ্ডপ সেজে উঠেছে, পুজো মন্ডপ দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা
কৃষ্ণনগর শহরের বেশ কিছু কালীপুজোর মন্ডপ, রাধানগর রক্ত জবা ক্লাবের এবারের কালী পূজার মন্ডপ অযোধ্যার রাম মন্দির, সন্ধ্যা মাঠপাড়ার কালী প্রতিমা উচ্চতার জন্য বিখ্যাত ৫১ ফুটের কালী প্রতিমা, পাশাপাশি রাম মন্দিরের আদলে করা হয়েছে ক্লাব নবজাগরণের পুজো প্যান্ডেল।