খণ্ডঘোষ: ছেলের নৃশংস মারে আলোর উৎসবে জীবনের বাতি নিভলো পিতার খণ্ডঘোষে
অমানবিকতার চরম দৃষ্টান্ত দেখল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগরাই রায়পাড়া এলাকা। ছেলের হাতে খুন হলেন এক বৃদ্ধ পিতা। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ছ’টা নাগাদ মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে নিজের বাবার উপর নৃশংসভাবে হামলা চালায় প্রদীপ রায় (বয়স আনুমানিক ২৪ বছর) নামে ওই যুবক।পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা যায়, প্রদীপ দীর্ঘদিন ধরেই মদ্যপ অবস্থায় বাবা-মাকে প্রায়শই মারধর করত। তবে গত রাতের ঘটনায় সেই অমানবিক নির্যাতন শেষপর্যন্ত প্রাণ কেড়ে নিল