মানবাজার ১: মানবাজার CI অফিস ইন্সপেকশন হলো,উপস্থিত IG,SP
মানবাজার সিআই অফিস ইন্সপেকশন হলো।বুধবার বেলা ১২ টা নাগাদ মানবাজার থানায় এই প্রক্রিয়া শুরু হয়।উপস্থিত ছিলেন বাঁকুড়া রেঞ্জের আইজি সিস রাম ঝাঁঝারিয়া,পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, মানবাজার এসডিপিও বরুন বৈদ্য সহ মানবাজার সার্কেলের পুলিশ আধিকারিকেরা।