দিনহাটা ১: মাতালহাটে সাহাজের ঘাটে তাপসী সেতুর শুভ উদ্বোধন করলেন মন্ত্রী উদয়ন গুহ
মাতালহাটে সাহাজের ঘাটে তাপসী সেতুর শুভ উদ্বোধন করলেন মন্ত্রী উদয়ন গুহ। রবিবার সকাল ১০:৪০ মিনিট নাগাদ এই সেতুর শুভ উদ্বোধন হয়। মন্ত্রী ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মাতালহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মানবেন্দ্র নাথ রায়। জানা গেছে ৬০ মিটের দৈর্ঘ্যের এই সেতুটি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়নে ২কোটি ৫৭লক্ষ ৭২হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ সম্পন্ন হয়।