নবদ্বীপ: নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবকে সুন্দর ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে উডবার্ন রোড থেকে পদযাত্রার আয়োজন বিধায়কের
Nabadwip, Nadia | Oct 31, 2025 শুক্রবার বিকেলে নবদ্বীপের রাস উৎসবকে শান্তিপূর্ণ করার লক্ষ্যে উডবার্ন রোড থেকে রাধাবাজার পার্ক পর্যন্ত এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহার নেতৃত্বে,এদিনের পদযাত্রায় অংশ নিতে দেখা যায় শহরের একাধিক স্কুলের অসংখ্য খুদে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন বিধায়ক ও অন্যান্য বিশিষ্টজন,উল্লেখ থাকে যে আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে চলেছে নবদ্বীপের বৈচিত্র্যময় রাস উৎসব,যা শেষ হবে আগামী ৮ নভেম্বর পৌরসভা পরিচালিত রাস কার্নিভালের মধ্যে দিয়ে।