জঙ্গলমহলের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং বিকল্প কর্মসংস্থানের দিশা দেখাতে এগিয়ে এলো আই এফ এফ ডি সি মঙ্গলবার জামবনী ব্লকে জামবনি সহ একাধিক এলাকার শনিবার গোষ্ঠীর মহিলাদের হাতে আঁক মাড়াই করার মেশিন বা সুগার ক্যান জুস মেশিন তুলে দেয়া হয়। গ্রামাঞ্চলের মহিলাদের আয় বৃদ্ধি ওয়েলকাম বাড়ানোর জন্যই এই কর্মসূচি বলে জানা যায়। যেদিন যে মনে ব্লকের প্রায় চারটি গোষ্ঠীর হাতে আঁক মাড়াই করার মেশিন তুলে দেয়া হয়।