ধর্মনগর: দমকল বিভাগের অফিস সংলগ্ন এলাকায় অভিরূপের বাড়ী যান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতীমা ভৌমিক
কিছুদিন পূর্বে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা যায় অভিরূপ । আজ ধর্মনগর দমকল বিভাগের অফিস সংলগ্ন এলাকায় অবস্থিত অভিরূপের বাড়ীতে যান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতীমা ভৌমিক। যেখানেয উনার সাথে উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ, রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান বর্ণালী গোস্বামী সহ অন্যান্যরা।