নলহাটি ১: আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস পালন করল নলহাটিতে সারা ভারত ফরোয়ার্ড ব্লক, উপস্থিত বীরভূম জেলা সম্পাদক
আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস পালন করল নলহাটিতে সারা ভারত ফরোয়ার্ড ব্লক। আজ মঙ্গলবার ২১শে অক্টোবর আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সন্ধে ৬ টা নাগাদ নলহাটি রাম মন্দির মোড়ে একটি পথসভা করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক। এই পথসভার মাধ্যমেই আজ পালন করা হলো আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস নলহাটিতে। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় আজকের এই পথসভা।