ফালাকাটা: ফালাকাটায় চমক দিল তরুণ দলের থিম
ফালাকাটায় কালীপুজোয় প্রতিবছর চমক দিয়ে থাকে মাদারিহাট রোডের তরুণ দল ক্লাব। এবছর ওই ক্লাবের পূজোর থিম ত্রিমাত্রিক। রবিবার পুজোর উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব। সোমবার বিকেল থেকেই পুজোমণ্ডপ চত্বরে ভিড় নজরে এসেছে। ফালাকাটা শহরকে প্লাস্টিকমুক্ত রাখার আবেদন জানিয়েছে তরুণ দল। পাশাপাশি পুরসভাকে আবর্জনা জমা করতে দশটি ডাস্টবিনের চাবি দেওয়া হয়েছে। সোমবার তরুণ দলের ওই উদ্যোগের প্রশংসা করেছেন ফালাকাটা পুরো সভার চেয়ারম্যান প্রদীপ মুহুরী।